নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল থেকে অপহরণের চার মাস পর এক কিশোরীকে (১৫) উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রেমিক সিয়াম হাওলাদারকে (১৯)।

মঙ্গলবার (১৭ জুন) সকালে মাদারীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
গ্রেপ্তার সিয়াম বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তানি গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে।
ওসি রফিকুল ইসলাম জানান, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের আবুয়াল হোসেনের মেয়েকে অপহরণের অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
মামলায় সিয়ামকে প্রধান আসামি করা হয়। তদন্তের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহৃত কিশোরীকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।





