নিজস্ব প্রতিবেদক :: নিবন্ধন পেতে নতুন বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান(অব:)সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে । একঝাক চৌকস,মেধাবী সাবেক সেনা কর্মকর্তাদের সম্বনয়ে নতুন বাংলাদেশ পার্টি’র আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারা।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার সময় শেষ হচ্ছে রোববার। এরপর আবেদনগুলো প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবে ইসি।
কোনো দলকে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। এ নিবন্ধন পেতে কিছু শর্ত পূরণ করার বিধান আছে। গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এসব শর্ত কিছুটা সহজ করার সুপারিশ করেছে। তবে সে সুপারিশ এখনো বাস্তবায়িত হয়নি। বিদ্যমান আইনে অর্থাৎ আগের শর্তেই নিবন্ধনের আবেদন চেয়েছে ইসি।

গত ১০ মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। প্রথমে আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। বিভিন্ন দলের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরে আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেন। ইসি সূত্র জানায়, গত ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। এর বাইরে ৪৬টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল। সময় বাড়ানোর পর অনেকগুলো দল আবেদন করেছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো নতুন বাংলাদেশ পার্টি(এনবিপি)।তাদের দলীয় প্রতীক (প্রজাপতি)নির্ধারন করেছে।এছাড়া ত্রিভুজের মধ্যে সূর্য ও দলের নাম,খচিত পতাকা এর জন্য অনুমোদনের জন্য আবেদন করেছেন তারা।

রবিবার ২২ জুন নির্বাচন কমিশনে নতুন বাংলাদেশ পার্টি(এনবিপি)এর প্রাথমিক তথ্যাদী আবেদনকালে দলের চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান(অব:),ভারপ্রাপ্ত মহাসচিব আলতাফ হোসেন, ভাইচ চেয়ারম্যান ব্রি:জে: তানভীর ইকবাল(অব:),ভাইচ চেয়ারম্যান কর্নেল আনোয়ার হোসনে(অব:),ভাইচ চেয়ারম্যান ড.শরীফ সাকী,ভাইচ চেয়ারম্যান সিরাজুল হক খান মজলিস,ভাইচ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মঈন খান,রাজনৈতিক বিষয়ক সম্পাদক সিকদার শফিকুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য সামিনা ইউনুস,সদস্য জাকির হোসেন, সদস্য দিন ইসলাম সোহাগ,সদস্য শায়েখ আল নোমানী উপস্থিত ছিলেন।
এছাড়াও দলের নিবন্ধন আবেদন জমা দিতে সকাল শতাধীক নেতাকর্মি, নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করেন।
নির্বাচন কমিশন জানায় এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫০টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। এখন পর্যন্ত যেসব দল ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে, তার বেশির ভাগই নামসর্বস্ব। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর বেশির ভাগই ছিল নামসর্বস্ব দল। প্রাথমিক নথিপত্র বাছাইয়েই বাদ পড়েছিল ৮১টি দলের আবেদন।





