পাঁচ দাবিতে ‘শাটডাউন’ বিএম কলেজ

নিজস্ব প্রতিবেদক ।। পাঁচ দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বিএম কলেজ শিক্ষার্থীরা।

বুধবার (২৫ জুন) সকাল ১০ টা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফর্ম পূরণের কার্যক্রম শাটডাউন’র আওতামুক্ত থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থী আকবার মুবিন বলেন, ‘বিএম কলজে দখিনের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এখানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হলের ব্যবস্থা নেই, বৃষ্টিতে কলেজ প্রাঙ্গণ হাঁটু পানিতে নিমজ্জিত থাকে। এছাড়াও বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট তো রয়েছেই।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

শিক্ষার্থী ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, ‘আমরা অধ্যক্ষ’র সাথে কথা বলেছি। তিনি ৩ দিন সময় চেয়েছেন। এর মধ্যে দাবি পূরণে যৌক্তিক সিদ্ধান্ত না এলে আমরা কঠোর আন্দোলনে নামব।’

ওয়ালিদ বলেন, ‘শাটডাউন কর্মসূচি চলাকালীন ২৩-২৪ শিক্ষাবর্ষের ফর্ম পূরণের কার্যক্রম পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী চালু থাকবে।’

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আবাসন সংকট দূর করে ৫ হাজার শিক্ষার্থীদের থাকার জন্য ভবন নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে সড়ক-ড্রেন সংস্কার। খেলার উপযোগী মাঠ সংস্কার, অডিটোরিয়াম সংস্কার ও শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin