পটুয়াখালী প্রতিনিধি ।। বেশ উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশের ৮টি উপজেলা ও ৩ টি পৌরসভাসহ ১৪টি ইউনিট থেকে সারি সারি মিছিল নিয়ে সন্মেলনে জড়ো হয়েছিল।

আজ বুধবার (২রা জুলাই)পটুয়াখালী জেলা ব্যামাগার মিলনায়তনে বেলা ১১ টায় এবিএম মোশারফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাব হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ। অধিবেশনের প্রথম অংশে বেলা সাড়ে ৩ টায় লন্ডন থেকে ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

দ্বিতীয় অধিবেশনে জেলা ১৪ টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের ১৫১১ জন নেতা-কর্মী সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাকসুদ আহমেদ বাইজিদ (পান্না মিয়া) ও স্নেহাংশু সরকার কুট্টি। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড. মুজিবুর রহমান টোটন, বশির আহমেদ মৃধা, এ্যাড. তৌফিক আলী খান কবির, মোঃ সাইদুর রহমান তালুকদার, মোঃ মনিরুল ইসলাম লিটন, দেলোয়ার হোসেন খান নান্নু।
অ্যাডভোকেট আব্দুল হক ফরাজীকে কাউন্সিলের নির্বাচন কমিশনারের চেয়ারম্যান করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রাত আটটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।





