বরিশালে গৃহবধূ হত্যার অভিযোগ’স্বামী-শ্বশুরের বিরুদ্ধে।

গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী- শ্বশুরের বিরুদ্ধে।


নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল সদর উপজেলাধীন চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুড়া বাজার সংলগ্ন এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম শিল্পী আক্তার (২৩),পিতা মো. আব্বাস হাওলাদার, বাড়ি কাগাশুড়া বাজার ব্যাপারি বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিল্পী আক্তারের স্বামী সাকিল ব্যাপারি (৩০), পিতা আমজাদ আলী ব্যাপারি, চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। বিবাহিত জীবনের শুরু থেকেই সাকিল তার স্ত্রীর কাছে বিভিন্ন সময়ে যৌতুকের দাবি জানিয়ে আসছিল। শিল্পী যৌতুক দিতে অস্বীকৃতি জানালে স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। শ্বশুর-শাশুড়িও ওই নির্যাতনে অংশ নিত বলে অভিযোগ।

ঘটনার দিন রবিবার সকাল ৯টার দিকে শিল্পী আক্তার তার বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করে জানান, স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে তাকে মারধর করে রুমে তালাবদ্ধ করে রাখে এবং নির্যাতন চালাচ্ছে। কিন্তু এর কিছুক্ষণ পর, সকাল ১১টার দিকে স্বামী সাকিল ব্যাপারি ফোন করে শিল্পীর বাবার বাড়িতে জানান, “আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে।”

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এটি আত্মহত্যা নয় বরং এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, যৌতুক না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা মিলে শিল্পীকে হত্যা করেছে এবং পরে সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য৯ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদি নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে নিহতের পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin