সাংবাদিক রেদওয়ান রানা’র জন্ম দিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা

সিটি নিউজ ডেস্ক :: বরিশালে আজ বুধস্পতিবার (২ জুলাই) তারিখ যাদের জন্মদিন বিভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে।তারা হলেন বরিশাল সিটি নিউজ এর প্রকাশক সাংবাদিক মো: রেদওয়ান রানা, তার পারিবারিক ভাবেই দিন টি উৎযাপন করেন বড় সন্তান রিফজু রেদওয়ান প্রিয়কে নিয়ে গত রাত ১২টা ১মিটিটের সময় কেক কেটে দিনটি পালন করার পাশাপাশি,

আজ সন্ধায় নিজের ব্যাবসায়ী প্রতিষ্ঠান স্মার্ট বিল্ডিং কন্সট্রাকশন এন্ড কনসালটেন্ট, শাহ্ পরান সড়ক, কাশিপুর বরিশালের অফিসে নিজের প্রিয় কিছু ছোট ভাইদের নিয়ে আনন্দ আয়োজনে সময় কাটান তিনি। আনন্দ আয়েজনে উপস্থিত ছিলেন ড্রিম হাউস কন্সট্রাকশন ওয়ার্ক এন্ড কনসালটেন্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস,ব্যাবস্থাপক মোঃতরিকুল ইসলাম নূর, মো: রিফাত মৃধা বরিশালে রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই বিভিন্ন মাধম্যে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও উপস্থিত ছিলেন মো: নাইমুর রহমান মুন্না, মো: গোলাম রাব্বি, মো: আরাফাত মোল্লা, মো: হাদি খান,মো: সানি, মো: তুষার হোসেন তুহিন,জান আহমেদ, রিফজু, আলিফ,মারজাবিন ও খুদে বন্ধু রুপা প্রমুখ।

জন্মদিনে তাকে তার সহকর্মী, বন্ধু,  শুভাকাক্ষী যারা তাকে ভালোবাসা জানিয়ে  শুভেচ্ছায় ভাসিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে তাদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন তিনি।

এবার বরিশালের আরও যাদের জন্মদিন ছিলো তাদের মধ্যে বিসিসি সাবেক দুইজন কাউন্সিলর, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মিরা রয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin