নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল মেট্রোপলিটন এর এয়ারপোর্ট থানাধীন নগরী ২৮ নং ওয়ার্ডস্থ চৌহুতপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, দোকানে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো: হানিফ হাওলাদার (৬০) মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চৌহুতপুর এলাকার বাসিন্দা মোঃ হানিফ হাওলাদারের পিতা: আলিম উদ্দিন হাওলাদারের মৃত্যুর পর সমান বন্টনের মাধ্যমে কথায় পাঁচ ভাই ও তিন বোন ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির মালিক হন। তবে হানিফ হাওলাদার ২২ শতাংশ জমির অংশীদার হলেও ভাইয়েরা মিলে মাত্র ১৭ শতাংশ জমি বুঝিয়ে দেন। পরে সরেজমিনে মাপঝোপ করে তিনি দেখতে পান ৫ শতাংশ জমি কম রয়েছে। এ বিষয় ভাইদের কাছে জিগ্যেস করলে হানিফ হাওলাদারের তার ভাইয়েরা উপর চড়াও হয়ে যায়।
এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নিলেও গত ২৮ জুন সকাল ১১:৩০ মিনিটে বিবাদী মোঃ সুলতান আহম্মেদ (৭৫), ওমর হাওলাদার (৭০), মিদুল (২৫), মঈন (২৫) সহ আরও ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তার দোকানে হামলা চালায়।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, তারা দোকানের পেছনের অংশ ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি করে এবং ক্যাশ বাক্স থেকে প্রায় ২১,৭০০ টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, হামলার সময় বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে জমির দাবি করলে তাকে হত্যা করে লাশ গুম করে নদীতে ফেলে দেওয়া হবে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির শিকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় জীবনহানির আশঙ্কায় আতঙ্কিত সময় পার করছেন। তারা দ্রুত সঠিক ও কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।





