বরিশাল আদালতে বাদির উপর আসামিদের হামলার ঘটনা ঘটেছে।
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল: যৌতুক মামলায় যটনা কেন্দ্র করে দ্বিতীয় পক্ষের স্ত্রী রিমা আক্তারের ওপর হামলা চালানো হয়েছে। এতে সে গুরুতর আহত হয়। করে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার শিকার রিমা আক্তার জানান স্বামী শামীম যৌতুক মামলা দায়ের করেন স্ত্রী রিমা আক্তার। ওই মামলায় কিছুদিন আগে স্বামীর জামিন হয় আপস মীমাংসার নামে।
মঙ্গলবার (৮জুলাই) এডভোকেট জসিম উদ্দিনের চেম্বারে দুপুর তিনটা আপস মীমাংসার জন্য বরিশাল নগরীর ৬ নং পলাশ পুরের বাসিন্দা রিমা আক্তার সহ অন্যান্যরা আপস মীমাংসার জন্য বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী পক্ষের প্রথম স্ত্রী মালা ও ভাইয়ের স্ত্রী লিপি সহ কয়েকজন বাদির উপর হামলা চালালে বাদি রিমা আক্তার গুরুতর আহত হয় পরে রিমা আক্তার কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর।

আহত রিমা জানান দুই বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য রিমা আক্তার এর উপর নির্যাতন করা হয়। এ ব্যাপারে বরিশাল আদালতে মামলা দায়ের করেন এখন রিমা আক্তার।
আপস মীমাংসার নামে আদালত থেকে আসামি শামীম আদালত থেকে জামিনে বের হন।
মঙ্গলবার আপস মীমাংসা জন্য বসলে পাঁচ লাখ টাকা যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাদির স্বামী সহ প্রথম স্ত্রী ও তার আত্মীয়-স্বজনরা বাদির উপর হামলা চালায়। এতে বাদিগুরুতর আহত হলে মঙ্গলবার বাঁদিকে শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়।





