নগরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সিটি নিউজ ডেস্ক ।। বরিশাল নগরীতে ১০ কেজি গাঁজাসহ মোঃ শাহিন হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর রুপাতলী পুলিশ লাইন সংলগ্ন বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (৯ জুলাই) এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

আটক মোঃ শাহিন হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের আতাউল মিয়ার বাসার ভাড়াটিয়া মোঃ জলিল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়- মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর রুপাতলী পুলিশ লাইন সংলগ্ন বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সগির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ রাকিব হোসাইন, এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মহসিন সবুজ ও এএসআই মোঃ কবির হোসেনের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক টিম অভিযান চালিয়ে মোঃ শাহিন হাওলাদারকে আটক করেন। এ সময় গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মিনি ট্রাকটিও জব্দ করা হয়।

এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin