বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ছাত্রীকে অপহরণ’ মামলা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ বছরের কলেজ ছাত্রীকে অপহরণ।

নিজস্ব প্রতিবেদক ।।বরিশাল: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ বছর বয়সী বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসিকে এফ আই আর করবার নির্দেশ দেন।

বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ওই নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হচ্ছেন ভোলা সদর থানার দোড়ালিয়া দক্ষিণ দিয়া লদি গ্রামের অধিবাসী মনির হাওলাদার ছেলে মোঃ শাওন ওরফের সিফাত।

সিফাতের বাবা মনির হাওলাদার, সিফাতের মা সাদিয়া বেগমকে আসামি করে আপনার মামলা দায়ের করা হয়েছে। বাদি মামলায় উল্লেখ করেন তার মেয়ে নুসরাত আক্তার সতেরো বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি শাওন প্রেমের প্রস্তাব দিলে বাদিরকন্যা রাজি না হলে

গত ২ জুলাই সকাল দশটায় কলেজে যাবার পথে বাদির কন্যাকে আসামি সিফাত একটি মাইক্রোবাসে তুলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের বাবা নূর হোসেন মঙ্গলবার বাদী হয়ে মামলা করলে বিচারক উপরোক্ত নির্দেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সসহকারী অজিবর রহমান।

Share on facebook
Share on twitter
Share on linkedin