সোহাগ হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে-ফয়জুল করিম

মুফতী সৈয়দ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)বলেছেন সোহাগ হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে

সিটি নিউজ ডেস্ক ।। আজ ১২ জুলাই, রোজ শনিবার বিকাল ৫টায় বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম ও নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি তার বক্তব্য বলেন, ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনও অব্যাহত রয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, চাঁদা না পেয়ে যুবদলের সন্ত্রাসীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিত হত্যা করেছে। যা আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক।

তিনি বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয় বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে তেমনি এই নব্য ফ্যাসিবাদীদেরকেও উৎখাত করবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিলে আরোও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান নাহিয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, বরিশাল জেলা সহ-সভাপতি শেখ শামছুল আলম মিলন, বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এম এম সালাউদ্দিন, বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ সভাপতি মাওলানা জাকারিয়া হামেদী, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হবক, এসিস্ট্যান্ড সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিন নাইস সহ নগর ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin