সিটি নিউজ ডেস্ক >> বরিশাল জেলার বাকেরগঞ্জে একটি কুকুরকে নৃশংসভাবে পিটিয়ে ও ফাঁসি কার্যকর করে ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এর একটি ভিডিও ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় একজনকে জরিমানা ও তিনজনকে ভ্রাম্যমাণ আদালত মুচলেকা দিলেও এখতিয়ারের বাইরে থাকায় সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। ওদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছুটিতে থাকায় কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ছড়িয়ে পরা ভিডিওতে দেখা গেছে, একটি কুকুরকে গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে টেনে ঝুলিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কয়েকজন সেই চিত্রের ভিডিও ধারণ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা খোকন হাওলাদার (৪২) কয়েকদিন ধরে গ্রামের ওই কুকুরটিকে খুঁজছিলেন। তিনি প্রচার করে বেড়াচ্ছিলেন কুকুরটি পাগল তাই কুকুরটির ফাঁসি দেওয়া হবে। রোববার কুকুরটিকে এলাকায় পেয়ে খোকন হাওলাদারের নেতৃত্বে রায়হান মল্লিক (১৭), বায়েজিদ হাওলাদার (১৭) ও সুমন গাজী (২১) মিলে ধরে আনা হয়। কুকুরটির গলায় লম্বা রশি বেঁধে সেই রশি গাছের ডালের ওপর থেকে একপ্রান্ত খোকন হাওলাদার ধরে রাখেন। তিনি রশি ধরে টান দিলে কুকুরটি ঝুলে উপরে উঠে যায়। তখন একজনে লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটিকে হত্যা করেন। অন্য দুজনে ভিডিও ধারণ করেন। তারা নিজেরাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।





