সপ্তম শ্রেণির ছাত্রের অপহরণ করা দায় তিনজনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক >> বানরীপাড়া মলুহার গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বানারী পাড়ার থানার ওসিকে এফ আই আর করবার নির্দেশ দেন।
সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জজ ওই নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছেন বানারী পাড়ার মলুহার গ্রামের মোঃ সেলিমের ছেলে মোঃ শফিকুল, মোঃ রবিউল, মোঃ রেজাউল।
বানারীপাড়ার উমারের পাড় গ্রামের মোঃ আব্দুল হাই আমরা উল্লেখ করেন তার কন্যাকেএক নাম্বার আসামি মোঃ শফিকুল প্রেমের প্রস্তাব দেয় ।
এতে সে রাজি না হলে আসামিরা গত ১৭ই জুলাই বাদির কন্যা বিকেলে বাসা থেকে বের হলে আসামিরা বাদির কন্যাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে সোমবার মামলা হলে বিচারক মামলাটি আমলে নিয়ে বানরের পাড়া থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এফআইআর করবার নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী অজিবর রহমান।





