কাশীপুরে লিটু হত্যা’৪০জনকে আসামী করে মামলা

রেদওয়ান রানা >> বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে প্রতিপক্ষরা কুপিয়ে ও পিটিয়ি হত্যার ঘটনায় মামলা করেছেন তার পরিবার। আজ (১ আগষ্ট) শুক্রবার বরিশাল মেট্রোপলিটন’র এয়ারপোর্ট থানায় ৪০ জনকে আসামী করে মামলা দায়ের করেন নিহত লিটুর বোন আহত মুন্নি সিকদার। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন সিকদার মামলার বিষয়টি […]