রেদওয়ান রানা >> বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে প্রতিপক্ষরা কুপিয়ে ও পিটিয়ি হত্যার ঘটনায় মামলা করেছেন তার পরিবার।

আজ (১ আগষ্ট) শুক্রবার বরিশাল মেট্রোপলিটন’র এয়ারপোর্ট থানায় ৪০ জনকে আসামী করে মামলা দায়ের করেন নিহত লিটুর বোন আহত মুন্নি সিকদার।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন সিকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার সন্ধায় নগরীর কাশিপুর ইউনিয়নাধীন বিল্লবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।সুত্র জানায় প্রতিপক্ষসহ স্থানীয়রা হামলা চালিয়ে লিটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার পাশাপাশি নিহতের ছোট ভাই, বোন এবং মাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে ভূক্তভোগীরা দাবী করে।
এর পাশাপাশি ভূক্তভোগীদের ঘরে হামলা-ভাংচুর সহ মটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনার একদিন পর শক্রবার নিহত লিটুর পরিবারের পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
এদিকে হত্যা- হামলা-ভাংচুর সহ মটরসাইকেলে অগ্নিসংযোগ করার দায়ে বৃহস্পতিবার ৭জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।





