বরিশালে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বখাটে আটক

সিটি নিউজ ডেস্ক >> বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে একই এলাকার বখাটে পলাশ সরদার (৪৫) নামের এক যুবককে আটক করেছে। ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই যুবতীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত পলাশকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মৃত রহিম সরদারের ছেলে পলাশ সরদার একই এলাকার এক প্রতিবন্ধী যুবতী (৩৮) গত ১লা ফেব্রুয়ারি রাতে তার বাড়িতে আসলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানাতে যুবতীকে হুমকি দেন ধর্ষক পলাশ সরদার। প্রতিবন্ধী যুবতীর শারীরিক পরিবর্তন হলে তার পরিবারের নজরে আসে। গত ১৩ জুলাই ডাক্তারী পরীক্ষায় ধরা পড়ে যুবতী ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপর যুবতী তার পরিবারের কাছে পরিবারের সব কথা বলে দেয়। এ ঘটনায় ধর্ষণের শিকার যুবতীর মা বাদী হয়ে ওই দিন আগৈলঝাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে (যার নং-৪, ১৩/৭/২০২৫)

এদিকে মামলার পর থেকে আসামি পলাশ সরদার পালাতক ছিল। গত ৩১ জুলাই রাতে তাকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মামলার পর থেকে আসামি পলাশ সরদার পালাতক ছিল। তাকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সদর থেকে ৩১ জুলাই রাতে গ্রেফতার করা হয়। শনিবার সকালে ধর্ষকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নিদের্শে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin