নিজস্ব প্রতিবেদক >> বরিশাল নগরের রুপাতলী এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী ১৪ বছর কে অপহরণ করায় সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল মডেল কোতয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জজ ওই নির্দেশ দেন।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছেন বন্দর থানার ৯ নং টুংগিবাড়িয়া ইউনিয়নের সমুন ফরাজী, মোঃ বাচ্চু ফারাজি, শাহানুর বেগম, মহিনখরাজি, মোহাম্মদ হৃদয় , মোঃ রিফাত,, বিথী আক্তার।
বরিশাল নগরের রুপাতলির চান্দু মার্কেটের অধিবাসী সাবরিনাআক্তার এনি মামলায় উল্লেখ করেন আসামিরা বাদির কান্নাকে প্রেমের প্রস্তাব দেয়।
বাদির কন্যা রাজি না হলে ২০২৫ সালের ৫ ই আগস্ট এক নাম্বার আসামি সুমন ফরাজি সহ অন্যান্য আসামিরা বাদির কন্যাকে জোরপূর্বক রুপাতলির চান্দু মার্কেটের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে সোমবার বাদী আদালতে হাজির হয়ে মামলা করলে বিচারক মামলাটির আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারে আজিবার রহমান।





