বিসিসির সাবেক কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির’র কিছু কথা!

নিজস্ব প্রতিবেদক >> বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডস্থ হরিণা ফুলিয়া হযরত বায়জিদ বোস্তামী মাদ্রাসা- এতিমখানা এবং হযরত শেখ ফরিদ (রঃ)জামে মসজিদ এই তিন প্রতিষ্ঠানে রুপাই নামে এক ব্যক্তি যিনি তার ব্যাক্তি তহবিলে ১০ একর ৪৬ শতাংশ সম্পত্তি ক্রয় করে যাহার প্রায় ছয় একর ১/১ খতিয়ানে ছিল,যা সরকারি খাস জমি।

যা তার নিজের নামে রেকড ছিল না। উক্ত জমি মধ্যে ১ একর সম্পত্তি সঠিক ছিল না এবং ২ একর ৮০ শতাংশ এর মত সম্পত্তি তিনি নিজে বিক্রি করে নগদ টাকা নিয়ে নেন।

বাকি অংশ অন্যত্র প্রতিষ্ঠান করার লক্ষে জমি ক্রয় এবং বিক্রয় করার জন্য রেজুলেশনের মাধ্যমে আমাকে অনুমতি এবং প্রতিষ্ঠান রক্ষনা বেক্ষন করার সর্বময় ক্ষমতা প্রদান করে দেন।

এরপর ওই জমির কিছু অংশ বিক্রি করে অন্য একটি স্থানে হরিনাফুলিয়া হাওলাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন উল্লেখিত প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় করা হয়।

বিসিসির সাবেক কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির নাম জরিয়ে একটি মহল যে বিভিন্ন ভুল-অসত্য তথ্য দিয়ে একাধিক পত্র পত্রিকায় লেখা লেখি হয়েছে তা সম্পুন্ন মিথ্যা ভিত্তিহিন বানোয়াট।

এ সকল সংবাদের তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির।

তিনি বলেন আরও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে আমার কিছু প্রতিপক্ষ আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে। যা আমি মোটেও কামনা করি না।

Share on facebook
Share on twitter
Share on linkedin