বরিশাল শেবাচিম থেকে শিশু অপহরণ’স্বামী সহ তিনজনে বিরুদ্ধে মামলা।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক বছরের শিশুকে অপহরণ করায় স্বামী সহ তিনজনে বিরুদ্ধে মামলা।

নিজস্ব প্রতিবেদক।বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়াটথেকে এক বছরের শিশুকে অপহরণ করবার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন গৃহবধূ। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল মডেল কোতায়ালী ওসিকে আসামিদের বিরুদ্ধে এফ আই আর করবার নির্দেশ দিয়েছেন।

আজ (১৩ আগস্ট) বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ওই নির্দেশ দেন। বানারী পাড়ার তেতলা গ্রামের সাদিয়া আফরিন বাদী হয়ে বুধবার বাদির স্বামী মোঃ রাশেদ মিয়া, ননদ মেহজাবিন রুমি, শশুর মোঃ হালিমের বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলায় বাদিউল্লেখ করেন ২০২২ সালের ১৪ই জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মারপিট করে। বাদির শিশু পুত্র রাইয়াণ ওরেফে রওশন এক বছরের শিশু পুত্র গত তিন আগস্ট অসুস্থ হয়ে পড়লে বরিশাল সেবাসি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। গত ১০ ই আগস্ট বাদি শিশু পুত্র কে রেখে বাথরুমে যায়।

ফিরে এসে দেখে তার সন্তান বেডে নাই। আসামিরা সুযোগ বুঝে বাঁদির শিশুর পুত্রকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে শিশুওয়ার্ডের দায়িত্ব রত ডাক্তার এবং নার্সদের বিষয়টি জানালে তারা বাদির সাথে খারাপ আচরণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি অজিবর রহমান।

Share on facebook
Share on twitter
Share on linkedin