বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের (ব্লক-E) এর রাস্তা নির্মাণ কাজে বাঁধা’ এলাকাবাসীর ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে চাঁদা না দেয়ায় অতিথি গ্রুপের এজিএম এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট শিরোনামে মিথ্যা তথ্যহীন সংবাদ প্রকাশকরে নিরীহ মানুষদের হয়রানী করায় এলাকাবাসীর ক্ষোভ।
মুলত বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন লুৎফর রহমান সড়কের শাখা সড়কে (ব্লক-E) এর রাস্তা নির্মাণ কাজের লক্ষে সিটি করপোরেশন কতৃক চলমান সংস্কার কাজে নিয়োজিত যার ঠিকাদার মো: খোকন (খোকা) এর মাধ্যমে উন্নয়ন কাজ শুরু হয়।
এই কাজে সড়ক প্রস্তুত করনে যতটুকু জমি ছেড়ে দেয়া দরকার সে পরিমান ওই এলাকায় প্রায় (৬০) টা পরিবার লিখিত সম্মতি দেয়। এতে সকল পরিবারের বিপরিতে গিয়ে ওই এলাকার ২ জন বাসিন্দা উল্টো বেশ কয়েকজন স্থানীয় মানুষকে জরিয়ে ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশ করে।
এ ঘটনায় গত কয়েক দিন আগে রাস্তা সংস্কারের জন্য ওই এলাকার বাসিন্দা অতিথি গ্রুপের সিনিয়র এজিএম মোঃ শফিকুল ইসলামের বাড়ির দেয়াল সহ বেশ কয়েকটা দেয়াল স্বেচ্ছায় অপসারণ করে দেয় এলাকাবাসী।
সেই বিষয় নিয়ে শফিকুল ইসলাম ও মো: লিমন এর স্থানীয়দের সাথে বাক বিতান্ডায় জড়িয়ে পড়েন।এতে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করে। তাৎক্ষনিক কে বা কারা (৯৯৯) কল দেয়,কল পেয়ে এয়ারপোর্ট থানার এসআই মনির ঘটনা স্থল পরিদর্শন করে। উত্তেজিত জনতা কে শান্ত করেন তিনি।
অতিথি গ্রুপের সিনিয়র এজিএম মোঃ শফিকুল ইসলামের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ
তদন্তে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ টার দিকে এয়ারপোর্ট থানাধীন লুৎফর রহমান সড়ক শাখা সড়কে (ব্লক-E) এর ঘটনা সিটিএসবি এর সদস্য নুরুল আমিন (নুর) এসে চাঁদা দেয়ার না নেয়ার কোনো সত্যতা প্রমাণ পায়নি।
এলাকাবাসী অভিযোগ করে বলেন শফিক,বিগত দিনে নিজের ভবনের সামনের রাস্তার পাশে ভবন নির্মাণ সহ বাউন্ডারি ওয়াল
করার ক্ষেত্রে কোন প্রকার সিটি কর্পোরেশনের বিল্ডিং নির্মাণ আইন ফলো করেননি।
উল্টো রাস্তা সংস্কার করার সময় এলাকার স্থায়ী বাসিন্দাদের মধ্যে মো: রুবেল,মোঃ আলী রকি,ফিরোজ কাজী,শাজাহান, রাসেল, সুজন ও অজ্ঞাত ২৫-৩০ জন কে জড়িয়ে কয়েকটি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।
স্থানীয়দের দাবি এই ভিত্তিহীন মিথ্যা সংবাদের সুষ্ঠু তদন্ত করে সড়ক সংস্কারের জন্য সকল প্রকার সহযোগিতা করবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।





