বরিশালে মাদক বিরোধী প্রতিবাদ ও আলোাচনা সভায় অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক >> মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে সচেতনা মুলক মাদক বিরোধী প্রতিবাদ ও আলোাচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টায় শাহ পরাণ সড়কে এ্যাডভোকেট মিজানুর রহমান পিকু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানা সাব-ইন্সপেক্টর কাজী গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: মোজাম্মেল হক ফিরোজ,মো: মোক্তার হোসেন, সাজ্জাদ হোসেন দুলাল,মাহাবুব আলম মিন্টু,মো: রায়হান তালুকদার,কবির হাওলাদার,পুলিশ অফিসার আবু তাহের,শাজাহান সিকদার, আবদুল খালেক হাওলাদার, শহিদ হাওলাদার, সুরুজ সিকদার কালু, সোহাগ সিকাদর,খান মনিরুজ্জামান প্রমুখ।

মাদক বিরোধী প্রতিবাদ ও আলোাচনা সভায় শাহ জালাল ,শাহ পরাণ ও রাজ্জাক খান সড়কের দুই শতাধিক বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া মাদক বিরোধী প্রতিবাদ ও আলোাচনা সভায় সাংবাদিক রেদওয়ান রানা’র সহযোগীতায় স্থানীয় চিহ্নত মাদক ব্যবসায়ী সালাম ও স্ত্রী রেবা বেগম তার ভুল বুঝে সর্ব সাধারনের মধ্যে বিগত দিনের কৃতিকর্মের জন্য ক্ষমা চেয়ে ভালো হওয়ার সুযোগ চায়।

উপস্থিত জনতা ও অতিথি সহ স্থানীয়রা রেবা এবং তার পরিবার কে ক্ষমা করে দিয়ে তাকে ভালো হওয়ার সুযোগ দেয়ার পাশাপাশি ফুল দিয়ে সাধুবাদ জানায়।ওই তিন সড়কের বসবাসরত এলাকাবাসী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে একাত্বতা প্রকাশ করেন।পুরো অনুষ্ঠান সঞ্চলনা করেন ব্যংক কর্মকর্তা মো : হাসান লেলিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin