কাশিপুরে আলোচিত লিটু হত্যা‘ স্ত্রীসহ আসামি মিলন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক >> বরিশালের বহু আলোচিত স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার ওরফে লিটু হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজী ও তার স্ত্রী ইলা কে গ্রেফতার করেছে পুলিশ।

আসামি মিলন গাজী কে শুক্রবার দিবাগত রাতে ঢাকার উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি মো: জাকির শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত মিলন গাজি বরিশাল বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ী গ্রামের বাসিন্দা।

অপর দিকে লিটু সিকদার হত্যা মামলার ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামী মোসাঃ ইয়াসমিন আক্তার ইলা কে কোতোয়ালি থানাধীন বিআইডব্লিউটি এ নির্বাহী প্রকৌশলী দপ্তর এর বিপরীত পার্শ্বে প্লানেট পার্ক সংলগ্ন রাস্তা পাশ থেকে,

শনিবার ২৩ আগস্ট গ্রেফতার করা হয়েছে। মোসাঃ ইয়াসমিন আক্তার ইলা এজাহার নামীয় ঢাকা থেকে গ্রেফতারকৃত ২ নং আসামীর মোঃ মিলন গাজী এর স্ত্রী। ঘটনার সময়ে ঘটস্থলে ভিডিও তে ইলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই পূর্ববিরোধের জেরে লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে অসংখ্য সাক্ষীর উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন, মামলায় মিলন গাজীকে ২ নম্বর আসামি করা হয়।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির সিকদার জানান, ঘটনার পর থেকেই আসামি মিলন ও মোসাঃ ইয়াসমিন আক্তার ইলা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin