নারায়ণগঞ্জে বিভিন্ন কারখানায় অভিযান,জরিমানা

সিটি নিউজ ডেস্ক >> নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন দায়ের করেন।

এসময় বন্দর উপজেলার আড্ডা, কামদাল ও বারপাড়া এলাকায় অবস্থিত ইয়াং ইউয়ান কোং লিমিটেড নামের কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং এইচটি ক্যাবল জব্দ করা হয়।

এছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন না করা পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখার জন্য মুচলেকা প্রদান করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin