বরিশাল একে স্কুল’র কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক >> বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছমত আলী খান ( এ.কে) ইনস্টিটিউশনে কৃতি শিক্ষার্থীদের মাঝে ওফাজ উদ্দিন আহমেদ মেমোরিয়াল স্কলারশিপ বিতরণ করা হয়। আজ ২৬শে আগস্ট, মঙ্গলবার, বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই বৃত্তির চেক ও সনদ তুলে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি , বিশিষ্ট ব্যবসায়ী এ,এফ,এম আজিজুর রহমান ( মামুন ভূঁইয়া), বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল আউয়াল ও নাজমুল হাসান ( সগীর) ।

প্রতিষ্ঠানটির সভাপতি মামুন ভূঁইয়া বলেন আমি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সাথে আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানটির হারানো গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছি।

যাতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনন্য স্থানে থাকতে পারে।

প্রধান শিক্ষক এইচএম জসীমউদ্দীন বলেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভাকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রকমের বৃত্তি প্রচলিত রয়েছে । দুঃখজনক হলেও সত্য অতীতে কয়েক বছর পর্যন্ত এ বৃত্তি নিয়মিত দেওয়া হয়নি তবে এখন থেকে ভবিষ্যতে নিয়মিত দেওয়া হবে। উল্লেখ্য মরহুম ওফাজ উদ্দিন আহমেদ ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও এক সময়কার প্রতিথযশা শিক্ষক পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও বৃত্তি পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত । ইংরেজি শিক্ষক জনাব মশিউর রহমান বলেন বর্তমান পরিচালনা পর্ষদের সুদক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি সার্বিকভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হোসাইন নসরুল্লাহ বলে আমাদের এই মেধার স্বীকৃতি আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে উদ্বুদ্ধ করবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin