এ.কে ইনস্টিটিউশনে আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু।

সিটি নিউজ ডেস্ক >> বরিশাল নগরীর আছমত আলী খান(এ.কে) ইনস্টিটিউশনে শুরু হয়েছে আন্ত : শ্রেণি ফুটবল টুর্নামেন্ট। শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় স্থান সংকটের কারণে খেলাধুলার তেমন সুযোগ হয় না।

আজ (২৭ আগস্ট বুধবার) বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব এ, এফ, এম আজিজুর রহমান (মামুন ভুইঁয়া) এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জসিম উদ্দিন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। সভাপতি মামুন ভূঁইয়া বলেন শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলা ও শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি ব্যক্তিগতভাবে খেলাধুলা খুব পছন্দ করি। বর্তমান প্রজন্মকে মাদক ও মোবাইল গেমের ক্ষতিকর নেশা থেকে রক্ষা করতে খেলাধুল অত্যন্ত অপরিহার্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জসীম উদ্দীন বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন এর ব্যবস্থা না থাকলে জীবন একঘেয়েমি হয়ে ওঠে।

যেটা জীবনে উন্নতির ক্ষেত্রে বড় বাধা। এ স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। আশির দশকে এই স্কুলের ফুটবল টিম জাতীয় পর্যায় চ্যাম্পিয়ন হয়েছিল। আমি সব সময়ই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করি। খেলাধুলার সুযোগ পেয়ে শিক্ষার্থীর অত্যন্ত উৎফুল্ল।

সপ্তাহব্যাপী চলবে বিভিন্ন শ্রেণীর মধ্যকার খেলা। খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক মামুন হাওলাদার ।

Share on facebook
Share on twitter
Share on linkedin