এ.কে স্কুল আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত।

নবম শ্রেণী ৪/০ গোলে ষষ্ঠ শ্রেণির কে পরাজিত করেছে।

সিটি নিউজ ডেস্ক >> বরিশালের প্রচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছমত আলী খান(এ.কে ) ইনস্টিটিউশনে আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সপ্তাহব্যাপী এই আয়োজনে বিভিন্ন শ্রেণী থেকে খেলায় ষষ্ঠ এবং নবম শ্রেণীর খেলোয়াররা ফাইনালে উঠে। আজ রবিবার (৩১ আগস্ট) বিদ্যালয় সবুজ মাঠে অনুষ্ঠিত হয় ষষ্ঠ শ্রেণি বনাম নবম শ্রেণীর মধ্যকার জমকালো ফাইনাল খেলা । উক্ত খেলায় নবম শ্রেণী ৪/০ গোলে ষষ্ঠ শ্রেণির কে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ,এফ,এম আজিজুর রহমান (মামুন ভূঁইয়া) , সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জসীম উদ্দীন, উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের সভাপতি মামুন ভূঁইয়া বলেন নতুন প্রজন্মকে মোবাইল গেম ও মাদকের ভয়ংকর নেশা থেকে রক্ষা করতে খেলাধুলা সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। আমি নিজেও এই স্কুলের সাবেক শিক্ষার্থী, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিভার স্বাক্ষর রাখতে পারে , সেজন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। প্রধান শিক্ষক এইচ.এম জসীম উদ্দীন বলেন শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে, মনোবল চাঙ্গা রাখতে খেলাধুলার সাংস্কৃতিক কর্মকান্ডের কোন বিকল্প নেই।

ইংরেজি শিক্ষক মশিউর রহমান বলেন বর্তমান পরিচালনা পর্ষদ তাদের সুদক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির হারানো গৌরব পুনরুত্থানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জায়গা স্বল্পতার কারণে অনেক সময় শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র বিএনপি নেতা মাহাবুব আলম পিন্টুসহ শিক্ষক- অভিভাবকগন।

খেলাধুলা সুযোগ পেয়ে শিক্ষার্থীরাও অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। উপস্থিত সুধীজনেরাও কর্তৃপক্ষের এ চমৎকার আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং বিদ্যালয়ের যে কোন উন্নয়নে পাশে থাকার আগ্রহ প্রকাশ করছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin