আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক >> শারদীয় দূর্গা পূজা-২০২৫ উপলক্ষ্যে বরিশালে নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় বরিশাল পুলিশ সুপারের কার্যালয,এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৫ উপলক্ষ্যে বরিশাল জেলার পূজা উদযাপন কমিটি, বরিশাল জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদসহ ১০ থানার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।

আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে সকল পূজা মন্ডপে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সকলকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনসহ পূণার্থী, সেবায়েত, পূজারী সহ আগত দর্শনার্থীরা বিশেষ করে মহিলা দর্শনার্থীগণ নির্বিঘ্নে যাতে পূজ উদযাপন করতে পারে সে বিষয়টি নিশ্চিতকল্পে সভায় আলোচনা হয়। পূজা মন্ডপে অপ্রীতিকর কোন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্কতার সঙ্গে সকলকে সর্বাত্মক দৃষ্টি রাখার অনুরোধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সকলেই উৎসব পালনের অঙ্গীকার করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডু মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল); অতিরিক্ত পুলিশ সুপার(গৌরনদী সার্কেল), বরিশাল শারমিন সুলতানা রাখী, তারেক আমান বান্না, সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বরিশাল জেলা উপজেলা শারদীয় দূর্গা পূজা কমিটি বৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin