নগরীর কাশীপুর ইছাকাঠি কলোনীতে শিশুর শরীরে গরমপানি নিক্ষেপ।

নগরীতে কাশীপুর ইছাকাঠি কলোনীতে গরমপানি মেরে ঝলসে দিয়েছে শিশুর শরীর। নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরী ২৯ নং ওয়ার্ডস্থ কাশীপুর ইছাকাঠি কলোনীর বাসিন্দা মো: সুমন হাওলাদারের সাত বছর বয়সী সন্তানের উপর গরমপানি মেরে ঝলসে দিয়েছে শরীরের একাংশ। গরমপানিতে ঝলসে যাওয়া শিশুটি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসারত।শিশুটির নাম: মাহিন(৭)সে স্থানীয় একটি মাদ্রাসার ১ম […]