বরিশালের ৬৮৭ মন্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা।

বরিশাল জেলায় ৬৪০ টি ও ৪৭ টি বরিশাল মহানগর পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

জিয়াউদ্দিন বাবু >> বরিশালের জেলা প্রশাসকের এর সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসদিক বিষয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরে এতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সবায় জানানো হয় বরিশাল জেলায় এবার ৬৪০ টি পূজা মন্ডপে ও বরিশাল মহানগরে ৪৭ টি পূজা মন্ডপে এবং বরিশাল সদরে ২৬ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ তথ্য জানান বরিশালে জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন।

তিনি বলেন প্রতিটি পূজা মন্ডপে টহল জোরদার করতে হবে। পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো হবে। সেনাবাহিনী এবং পুলিশ, রেপ টহলরত অবস্থায় থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে স্বেচ্ছা সেবক দল। জেলা প্রশাসক বলেন পূজা উপলক্ষে ফেসবুকে কেউ গুজব ছড়ায় তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পুরো পূজা মন্ডপ অন্ধকারে থাকবে না। এ বিষয়ে বিদ্যুৎ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করে বলেন রাতের বেলা পূজা মন্ডপে বিদ্যুৎ সরকারও থাকে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।

পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব তত্ত্বাবধানে বিদ্যুৎ চলে গেলে আইপি এর সহ বিদ্যুৎ বাল্ব রাখার পরামর্শ দেন। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, ও সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশালমহানগর জামাতের আমির অধ্যাপক জহির উদ্দিন বাবর,গণপরিষদের সদস্য সচিব ফরহাদ হোসেন তালুকদার। সবায় সেনাবাহিনী, রেপ,পুলিশের কর্মকর্তা সহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin