বরিশালের ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।

সিটি নিউজ ডেস্ক >> বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থীতা ঘোষণা করেন সংগঠনের বরিশাল জেলা শাখার উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ।

এ সময় অপর পাঁচ আসনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

ঘোষিত প্রার্থীরা হলেন-বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া)আসনে মুহাম্মদ ফখরুল ইসলাম, বরিশাল-২ (উজিরপুর- বানারীপাড়া) আসনে মুহাম্মদ আশিকুর রহমান, বরিশাল-৩ (মুলাদী- বাবুগঞ্জ) আসনে মুহাম্মদ আরিফ হোসেন, বরিশাল-৪ (হিজলা- মেহেন্দীগঞ্জ) আসনে মুহাম্মদ জুবায়ের গালিব,
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মুহাম্মদ মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা বরিশালকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতীয় সংসদে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবি উপস্থাপন করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin