সিটি নিউজ ডেস্ক >> বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিদর্শন করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত
গ্রাম আদালত এর কার্যক্রম পরিদর্শন করেন UNDP ও বিভিন্ন দেশের রাস্ট্রদূতরা ইউনিয়ন পরিষদের কম্পউন্ডে বৃক্ষ রোপন সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

আজ ২৪ সেপ্টেম্বর বুধবার বরিশার সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন পরষিদ পরিদর্শন করেন,বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, যুক্তরাজ্যের হাইকমিশনার আবিদা ইসলাম,
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার, ডেনমার্কে রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম,
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর-সেভেন্ডসেন,
সুসান রাইলি বাংলাদেশে অস্ট্রেলিয়ার দায়িত্বশীল হাইকমিশনার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর বাংলাদেশ শাখার কান্ট্রি হেড হলেন স্টেফান লিলার,
এ সময় বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত হাজং, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান উপস্থিত ছিলেন ।তাদের বরিশালের ঐতিয্য গামছা উপহার দেয়া হয়।





