সিটি নিউজ ডেস্ক >>বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে করি জীবনানন্দ দাশ স্টেডিয়াম (আউটার স্টেডিয়াম) বরিশালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন,এছাড়া বরিশাল জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দসহ খেলোয়াড়বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বাকেরগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার উদ্বোধনী খেলা দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর পর্দা উন্মোচিত হয়।
বরিশাল জেলার ১০ টি উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশনসহ মোট ১১টি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলায় চ্যাম্পিয়ন ১ লক্ষ টাকা ও রানার্স আপ ৫০ হাজার টাকা। বাকেরগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার খেলায় মেহেন্দিগঞ্জ ২-১ গোলে জয়লাভ করেন।





