লস্কর নুরুল হক সহ চারজন কে জেল হাজতে প্রেরন

নিজস্ব প্রতিবেদক ।।আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক সহ চারজন কে জেল হাজতে প্রেরন করেছে আদালত। বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা লস্কর নূরুল হকসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চারজন আসামিকে বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার জি আর ও এসআই মোঃ শফিক।

তিনি জানান সোমবার রাতে অভিযান চালিয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

আটক হওয়া অন্যরা হলেন ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী খান, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিরাজ সিকদার। এছাড়া কোতোয়ালি থানার গারদ থেকে পালিয়ে যাওয়া আসামি জয় সাহাকেও আটক করেছে পুলিশ।

এদের সবাইকে আদালতে প্রেরণ করা হলে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin