সিটি নিউজ ডেস্ক >> বরিশালে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ বুধবার ১ অক্টোবর রাতে বরিশাল নগরীর শংকর মঠ, রামকৃষ্ণ মিশন ও বাবুগঞ্জ উপজেলার দাসবাড়ি সার্বজনীনী শ্রীশ্রী দূর্গা সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সদর মোঃ ইকবাল হাসান, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ ফারুক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর আজহারুল ইসলামসহ মন্দির কমিটির সদস্যরা।
এসময় বিভাগীয় কমিশনার বরিশাল বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি মন্দির কমিটির সদস্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।





