নিজস্ব প্রতিবেদক >> বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
“শিশুর কথা শুনব আজ শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে আজ ৬ অক্টোবর সোমবার সকাল ১১ টায় সার্কিট হাউজ বরিশাল এর সম্মেলন কক্ষে বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিশু ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন,ইউনিসেফ চীফ ফিল্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তর‘র উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী, জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং শিশুরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।





