বরিশালে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালিত।

নিজস্ব প্রতিবেদক >> বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি তে বরিশাল মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপি র সাবেক সদস্য ,ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল – মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের নিয়ে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আজ ৭ অক্টেবর সকাল ১১টায় নগরীর টাউন হলে অনুষ্ঠিত হয়। নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ তালুকদার ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির জাতীয়তাবাদী সেচ্ছ সেবক দলের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমদ।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আলতাফ মাহবুব শিকদার ও বিএনপি’র যুগ্ন আহবায়ক বরিশাল মহানগর কে এম শহীদুল্লাহ শহিদ।

সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান কবির হাসান মহানগর বিএনপির সাবেক সদস্য ইয়াছির আরাফাত মিন্টু ।

Share on facebook
Share on twitter
Share on linkedin