এবায়েদুল হক চাঁন’র লন্ডন সফরে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময় অনুষ্ঠিত

সিটি নিউজ ডেস্ক >> বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বরিশাল জেলা(দক্ষিন) বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন এর লন্ডন সফর উপলক্ষে তার সন্মানে বরিশাল বিভাগের যুক্তরাজ্য প্রবাসীদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৭ অক্টোবর লন্ডনের ঐতিয্যবাহী নবাব রেষ্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংস কাউন্সিল ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি।

বীর মুক্তিযোদ্ধা আবু সাদেক হাওলাদারের সভাপতিত্বে এবং মো: বাচ্চু গাজী ও ইউসুফ আলী পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ সংসদের সাবেক ছাত্রনেতা গাজী রফিক, চাটার্ড একাউন্টেট মিজানুর রহমান জিলন, সলিসিটর মো: জাহিদ হোসেনসহ প্রবাসী বাংলাদেশীরা।

অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin