বরিশালে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক >> বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ নারীপক্ষ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান এবং নারীপক্ষর প্রতিষ্ঠাতা সভানেত্রী শিরীন পারভিন হক।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপ পরিচালক মেহেরুন নাহার মুন্নী,বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাইউদ্দিন তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে অতিথিরা তরুণ প্রজন্মের সফলতার গল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin