নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের ব্যবসায়ী চুরি মামলায় আটক।
সিটি নিউজ ডেস্ক >> বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের ন্যাশনাল মোজাইক অ্যান্ড সেনেটারী ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন বাবুল কে চুরি মামলায় আটক করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায় ব্যবসায়ী ইসমাইল তার নিজের পুরাতন বিল্ডিং বিক্রি করে তার মালামাল ক্রেতাকে বুঝিয়ে না দিয়ে উল্টো রাতের আঁধারে বেশকিছু দামি মালামাল সরিয়ে ফেলেন।
খবর পেয়ে মামলার বাদী ও ক্রেতা ব্যবসায়ী ঘটনাস্থলে আসলে সত্যতা খুঁজে পায়। পরে এই ঘটনায় তিনি বাদী হয়ে গত ২০২৪ সালের আগস্ট মাসের ১৪ তারিখ একটি চুরির মামলা দায়ের করেন। কোতোয়ালি থানার সি আর মামলা নং ১৪২২ /২০২৪,।
মামলার আসামি স্থানীয় ব্রাউন কম্পাউন্ড রোডের মৃত. বারেক পঞ্চায়েতের ছেলে মোঃ ইসমাইল হোসেন বাবুল।
সূত্রে জানা যায় বাবুল তার নিজ ভাবনের বিক্রিত মাল না দিয়ে, উল্টো তাকে প্রাণাশের হুমকি প্রদান করেন।
পাশাপাশি বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যান।
ওই মামলায় তার বিরুদ্ধে গত ৩১শে আগস্ট ২০২৫ ওয়ারেন্ট ইছু করেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর (এসআই) ফেরদাউস সঙ্গীও ফোর্সসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফেরদাউস বলেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ব্রাউন্ড কোম্পাউন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইননানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা শুনে বরিশালের বেশ কিছু সুধিজন মন্তব্য করেন লোভ মানুষকে এত নিচে নামিয়ে আনতে পারে! সেটা তাকে দেখলেই বোঝা যায়। নিজের বিক্রী করা মালামাল আবার নিজেই চুরি করে। এর মত ছোট মন মানসিকতার মানুষ আর একটাও খুঁজে পাওয়া দায়।





