একমসেই বরিশালে ৩১১টি অপরাধ,বেড়েছে ধর্ষণ-হত্যা

মো: জিয়াউদ্দিন বাবু >> বরিশালে গত সেপ্টেম্বর মাসে ৩১১টি অপরাধ সংঘটিতে হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় মোট ১২৫টি এবং জেলায় ১৮৬টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ২৭টি।

হত্যাকাণ্ড ঘটেছে ৫টি। বরিশাল জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য জানা গেছে। সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যা- ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এর আগে রোববার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও মহানগর পুলিশের উত্থাপিত অপরাদ পরিসংখ্যানে দেখা যায়, গত সেপ্টেম্বর মাসে ৩১১টি অপরাধ সংঘটিতে হয়েছে জেলা ও মহানগরীতে।

এর মধ্যে মহানগরীতে ধর্ষণের ঘটনা ১৫টি ও জেলায় ঘটেছে ১২টি। নগরীতে ১০টি নারী ও ৮টি শিশু নির্যাতন এবং জেলায় ৩২ জন নারী ও ২ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন। নগরীতে ১টি এবং জেলায় ৪টি হত্যাকাণ্ড ঘটেছে।

জেলা ও মহানগরে দুটি ডাকাতি, ১৫টি সিঁধের চুরি, ১২টি চুরি, মহানগরে ১টি অপহরণসহ জেলা ও মহানগরে মোট ৩১১টি অপরাধ সংঘটিত হয়েছে। আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ রেফ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সবায় উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin