নিজস্ব প্রতিবেদক >> বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর ইউনিয়নে সম্প্রতি অনুষ্ঠিত এক জন সমাবেশে আইনজীবীদের উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করায় মেজবাহ উদ্দিন ফরহাদকে বরিশাল জেলা আইনজীবী সমিতি অবাঞ্চিত ঘোষণা করেছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম. সাকিদুর রহমান লিংকন গতকাল বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, “জনাব মেজবাহ উদ্দিন ফরহাদ আমাদের পেশাজীবী আইনজীবীদের নিয়ে অশোভন ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন। উক্ত মন্তব্যে আমরা সমিতির সকল সদস্যসহ দেশের আইনজীবীরা গভীরভাবে ব্যথিত এবং দুঃখিত।
সমিতি আরও জানায়, তারা উক্ত মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দেশের আইনজীবী সমিতিসহ অন্যান্য প্রাসঙ্গিক সংস্থার কাছে ফরহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে, মেজবাহ উদ্দিন ফরহাদকে বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। সমিতির সকল সদস্যকে বলা হয়েছে, তিনি যদি আইনগত সহায়তা চান, তবে কোনো বরিশাল জেলা আইনজীবী তাকে সাহায্য প্রদান করবেন না। সভাপতি লিংকন তার লিখত বক্তব্যে আরও বলেন, “আইনজীবীরা সমাজে সঠিক বিচার এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ ধরনের কটূক্তি আমাদের মর্যাদা ক্ষুণ্ন করে, যা আমরা সহ্য করতে পারব না। বরিশাল জেলা আইনজীবী সমিতি আশা করছে, দেশের সকল আইনজীবী এ ধরনের অশোভন মন্তব্যের বিরুদ্ধে একজোট হয়ে অবস্থান নেবেন। তারা আরো বলেন, যদি মেজবাহ উদ্দিন ফরহাদ জনসম্মুখে সকল আইনজীবীদের কাছে ক্ষমা চায় তবে তাকে ক্ষমা করা হবে। অন্যথায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে মামলাসহ আরো কঠোর কর্মসুচি গ্রহন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন , সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেন , বরিশাল জেলা আদালতের পিপি আবুল কালাম, আবুল কালাম আজাদ ইমন, শহীদ হোসেন, নাজিমুদ্দিন আলম পান্না, অসীম কুমার বাড়ৈ,মোক্তার হোসেন।





