এক রাতে নগরীরে একাধিক দোকানে সংঙ্গবদ্ধ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক। বরিশাল শহরের সিএনবি সড়কে মীরাবাড়ী,মরক খোলার পুল, কাশিপুর বাজাসহ বিবিন্ন স্থানে এঘটনা ঘটে। মীরাবাড়ী জামে মসজিদের সামনে নাবিল অটো হাউসে শনিবার ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা প্রায় ১২ লক্ষ ৩৫ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। এ ব্যাপারে বরিশাল কোতায়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবিল অটো হাউজের মালিক সৈয়দ তামজিকুজ্জামান নাফি। তিনি জানান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যায়। হঠাৎ করে তিনি মোবাইলে দেখতে পান ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল তার দোকানে তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। বাসা থেকে আসতে আসতে ডাকাত দল দোকানের মালামাল নিয়ে একটি ট্রাকে করে চলে যায়। যার নাম্বার ঢাকা মেট্রো ১২৮৫৭২।ডাকাত দল ইজিবাইক ব্যাটারি ৫৭ পিস যার মূল্য ৮ লাখ ৫৫০০০০ টাকা।

পুরাতন ব্যাটারি দেড় হাজার কেজি। যার মূল্য তিন লাখ টাকা। দোকানে রাখা নগদ ক্যাশ ভেঙ্গে আশি হাজার টাকা। ডাকাত দল মোট ১২ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। দোকানের মালিক নাফি জানান ২০০০ সালে বিএসসি পাশ করবার পর চাকরিতে না গিয়ে ব্যবসা দেখাশোনা করে।রাতে ডাকাতি হবার পর কান্না জড়িত কন্ঠে জানান আমাদের ব্যাংকের লোন রয়েছে। কিভাবে এত বড় ক্ষতি কেটে উঠবো তা ভেবে পাচ্ছিনা।

এখন আমাদের পথে বসার মত অবস্থা হয়েছে। এছাড়াও কাউনয়া মরকখোলা পুল সংলগ্ন একটি মোবাল শপ,কাশিপুর বাজারের একটি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে সিসি ফুটেজে দেখা যায় একটি সংঙ্গবদ্ধ দল মিনি ট্রাক করে এসে এই দুর্ধর্ষ ডাকাতি করে যায়। গত কয়েক মাসে বরিশাল নগরীর বিভিন্ন মহল্লায় এধরনের দুর্ধর্ষ ডাকাতি হচ্ছে বলে জানায় একাধিক সুত্র। দ্রুত প্রশাসনের হস্তক্ষে কামনা করেন স্থানীয়জনগন।

Share on facebook
Share on twitter
Share on linkedin