নিজস্ব প্রতিবেদক। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত টিসিবি কাড ধারীদের মাঝে টি সি বির পণ্য বিক্রি শুরু হবে। ৫৪০ টাকায় টি সি বির কাড ধারিদের মাঝে তেল, চিনি, চাল, ও ডাল দেওয়া হবে। বরিশাল শহরের ৩০ টি ওয়ার্ডে সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকদিন এই কার্যক্রম চালু থাকবে বলে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজম হাজ;এ তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল শহরে ৯৪ টি ডিলার একযোগে আর শুক্রবার টিসিবির পণ্য বিক্রি শুরু হবে।





