সিটি নিউজ ডেস্ক:: বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ টায়, এ্যানেক্স ভবনের সম্মেলন কক্ষে, করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন বিষয়ক কমিটির সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কমিটির সম্মানিত সদস্য পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত পত্রের নির্দেশনানুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত করোনাভাইরাসের ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরনের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়।
প্রাথমিকভাবে প্রাপ্ত ভ্যাকসিন মহামারী মোকাবেলায় নিয়োজিত সম্মুখ সারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠীসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিতরনের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের তথ্য সংগ্রহ করে তালিকা প্রণয়ন, প্রতিটি ওয়ার্ডে একটি করে উপকমিটি গঠন করা সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে, উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন-কমিটির সম্মানিত সভাপতি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, কমিটির সদস্য বিভাগীয় কমিশনার ডঃ অমিতাভ সরকার,বিএমপি পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।





