সিটি নিউজ ডেস্ক: পটুয়াখালীর লেবুখালীতে নির্মাণাধীন পায়রা সেতুতে কর্মরত সার্ভেয়ার হেল্পার মুস্তাফিজুর রহমান হাওলাদার স্বপন (৩০) সেতুর ওপর থেকে পড়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পায়রা সেতু প্রকল্প পরিচালক আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নির্মাণাধীন পায়রা সেতুতে কর্মরত সার্ভেয়ার হেল্পার লেবুখালী প্রান্তের সেতুর ওপরে কর্মরত অবস্থায় ৬০ ফুট ওপর থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান।





