এত ভালোবাসা মায়া শুধু ওই বেইমানটার জন্য
সিটি নিউজ ডেস্ক : বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমের বিরুদ্ধে ধর্ষন মামলার বাদী আখি তার ফেইসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন। “যাকে ২০১৬সালে নিজে মামলায় নিজের পরিবার ম্যানেজ করে নিজে পাহাড়াদিয়ে রেখেছি। তার নামে মামলা দিতে গিয়ে থানায় চার বার বেহুশ হয়ে পরেছি।চিৎকার করে কেদেছি। থানার মানুষদের চোখের জলে ভাসিয়েছি। বাবার চোখে কখনো পানি দেখিনি। সেদিন আমায় জরিয়ে ধরে কেদেছে। জরিয়ে ধরে বলেছে ওমা তুই তোর মায়ের মত আমাকে ছেড়ে যাবি। চোখ খোল মা তুই মরে গেলে আমার কি হবে মাগো। আখি আরো লিখে ক্ষমা করবোনা আমি কোনোদিন। আমারমত মেয়ের মরে যাওয়াই উচিৎ। কারন এত ভালোবাসা মায়া শুধু ওই বেইমানটার জন্য। এতো অপরাধ এতো বেইমানি করার পরেও আজ আমি চ্যালেঞ্জ করছি আখির মত কোনদিন কেউ তোরে এত্ত ভালোবাসতে পারে সেদিন আখি বিশ্বাস করবে। এমন কিছু আবেগঘন কথা লিখে নিজের ফেইসবুক আইডিতে পোস্ট দিয়েছেন ওই ভুক্তভুগী নারী।এর কিছুক্ষন পরে আখি আর ও একটি লেখা নিজের আইডিতে পোস্ট দিয়েছেন তাতে লেখা আছে সে নাকি কোটি কোটি টাকার মালিক । সে বলতে পারবে কখনো কোনো দিন আমি তার কতসম্পদ আছে তা যানতে ছেয়েছি। শুনেছি ওর সাবেক প্রেমিকাকে জমি কিনে দিয়েছে।আমাকেও জমি দিতে চেয়েছিলো আমি বলেছি আমার লাঘবে না। সে যখন আসতো আমার অটো চালক বাবা বাজার থেকে কলিজা,মাছ,মাংস ছাড়া কখনো তার সামনে দেয়নি। সে মামলার সময় শুধু একদিন বাজার করেছে।সব সময় চেস্টা করেছি সে যেটা পছন্দ করে সেইটা রান্না করার।আমার পেছনে কত টাকাই না খরচ করেছে। এক লক্ষ,আমি যানতে চাই এত কিছু করার পরও আমি আমার পরিবার লোভী হই কি ভাবে?,কখনো কিছুই চাইনাই তার কাছ থেকে। কত কস্ট করে চলেছি। অনেকদিন শুধু ভাত খেয়েছি। অনেকটা পথ হেটে টিউশন পরাতে গিয়েছি।তার পরেও ওর কাছ থেকে কোনো সহযোগীতা চাইনি। চেস্টা করেছি তাকে সব সময় ভালোরাখার । এতো কিছু করার পরেও আমি কেমন লোভি যানে চাই সমাজের কাছে।”
খোজ নিয়ে দেখা যায় আখি কিছু দিন ধরে অসুস্থ্য চিকিৎসাধীন। বিছানায় থেকেই এসব কথা তার আইডিতে পোস্ট করেন তিনি।





