সিটি নিউজ ডেস্ক: মাস্ক পরতে বলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে লাঞ্ছিতের পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম আবুল কালাম খান। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা আবুল কালামের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন ঘটনার শিকার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, সরকারি কাজে বাধা ও হুমকির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় আবুল কালাম খান নামের এক ছাত্রলীগ নেতাকে আসামি করা হয়। মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।





