সিটি নিউজ ডেস্ক:: লকডাউন শিথিল হওয়ায় বৃহস্পতিবার থেকে সারা দেশেই স্বাভাবিক হবে বাস, লঞ্চ ও ট্রেন চলাচল। সেই লক্ষ্যে বেশ প্রস্তুতি দেখা গেছে বাসশ্রমিক ও ওয়ার্কশপে কর্মরতদের মধ্যে।
বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বুধবার দুপুরে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
কেউ রং করছেন, কেউবা আবার অনেক দিন অচল থাকা বাসের ইঞ্জিন চালু করে রেখেছেন ঘণ্টার পর ঘণ্টা। যাতে চলতি পথে কোনো সমস্যা না হয়।
ঝিনুক পরিবহনের মালিক ও বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের সম্পাদক অমল চন্দ্র দাস বলেন, ‘লকডাউন শুরুর পর থেকে বাসগুলো তো আর চালু করা হয়নি। দীর্ঘদিন একটা ইঞ্জিন চালু না থাকলে নানা ধরনের সমস্যা হতে পারে। সে জন্য প্রায় সব বাসের চালকরা এসে বাসগুলো চালু করে কিছুক্ষণ রেখে দিয়েছেন। এ ছাড়া অনেকে রঙের কাজও করিয়েছেন।





