সিটি নিউজ ডেস্ক:: প্রয়াত অমৃত লাল দে’র প্রতিষ্ঠিত অমৃত ফুডস্ নিয়ে এলো এবার ৫২৫টি পন্য’র সমাহার।, বরিশালের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে মোট ৫২৫টি পন্য’র বিক্রয় – বিতরণ কেন্দ্র যাত্রা শুরু করলো সনামধন্য এই প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ভানু লাল দে জানান অমৃত‘র পন্য এখন সকলের দোরগোড়ায়। পুরো বাংলাদেশে ৫২৫টি পণ্য বিতরণ কেন্দ্র এবং অনলাইন বিপণন দিয়ে শুরু হলো অমৃতর নতুন যাত্রা।অনলাইনের মাধ্যমে ক্রেতা সাধারণ তাদের পছন্দের পন্য অর্ডার করতে পারবেন খুব সহজেই।
তিনি আরও বলেন অমৃত গ্রপ অব কম্পানিজের পন্যরে গুনগত মান ধরে রাখতে দিন রাত কাজ করে যাচ্ছে অশংক্ষ্য মেধাবী শ্রমিক। তাদের হাতের ছোয়ায় সঠিক মান নিন্নয় করে সকল পন্য অটো মেটিক ম্যাশিনের মাধ্যমে প্যাকেট জাত হয়ে,একঝাক তরুন পরিশ্রমি সেলল্সম্যানদের সহযোগীতায় মানুষের হাতে পৌছে যাচ্ছে অমৃত’র পন্য । তাই বাসায় বসে প্রয়োজনিয় পন্য পেতে এই ঠিকানায় ডায়েল করুন। https://amritafood.shop#amritafoods#food#spicy#onlineorder





