বঙ্গবন্ধু ৩০তম বক্সিং প্রতিযোগীতা বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: বঙ্গবন্ধু ৩০তম সিনিয়র পুরুষ ও ৬ষ্ঠ সিনিয়র মহিলা জাতীয় বক্সিং প্রতিযোগীতা ২০২১ বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২) নভেম্বর সকাল সাড়ে ১০টায়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামের হল রুমে বাংলাদেশ এ্যামাচার বক্সিং ফেডারেশন এর ব্যাবস্থাপনায় ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্য্যলয়ের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো: রফিকুর রহমান খান,বিশেষ অতিথি ছিলেন (এনডিসি) নাজমুল হুদা,নির্বাহী ম্যাজিট্রেট সুব্রত বিশ্বাস দাস,জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ হোসাইন আহমেদ,জাতীয় কোচ কাজী সাহাদাত হোসেন ও শফিউল আজম মাসুদ প্রমুখ।

বঙ্গবন্ধু ৩০তম সিনিয়র পুরুষও ৬ষ্ঠ সিনিয়র মহিলা জাতীয় বক্সিং প্রতিযোগীতা ২০২১ বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই পর্বে আরও উপস্থিত ছিলেন প্রধান সম্ময়নকারী শফিকুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সাবেক কাউন্সিলর প্রদীপ গাঙ্গলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মিলন, বরিশাল রেফারি সমিতির যুগ্ম সম্পাদক ওয়ালিউল ইসলাম অলি, বাংলাদেশ কারাতে এসোসিয়েশনের নির্বাহী সদস্য সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এজাজ আল মাহমুদ সুজন।

সংক্ষিপ্ত আলোচনা পূর্বে অতিথিদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা শেষে বরিশাল বিভাগের সকাল জেলা থেকে অংশ গ্রহণকারী বক্সিং খেলোয়ারদের বাছাই করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin